reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৮

মারমুখী চরিত্রে তিশা

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সব মাধ্যমেই তার সাবলীল অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বর্তমানে ছোট এবং বড় দুই পর্দাতেই তার দাপুটে বিচরণ। ভালোবাসা দিবসের নাটকে সবাই যখন প্রেম ও ভালোবাসার গল্প নিয়ে ব্যস্ত, সেখানে তিশাকে এবার দেখা যাবে এক্কেবারেই ভিন্ন এক চরিত্রে। ‘কলি ২.০’ নামের অন্যধারার এই নাটকে তাকে দেখা যাবে একটি অ্যাকশন চরিত্রে।

আগের দশকের আনারকলি ছবির কলি রূপে আসছেন তিশা। যেখানে তার চরিত্রের জায়গায় তিনি বেশ রাফ অ্যান্ড টাফ। মারমুখী এই চরিত্রে এবার নিজের দ্যুতি ছড়াবেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আবরার আতহার।

এ নাটক প্রসঙ্গে স্থানীয় একটি গণমাধ্যমকে তিশা বলেন, ‘ভ্যালেন্টাইনে সব রোমান্টিক গল্পের কাজ বেশি থাকে। কিন্তু এ গল্পটা একদমই আলাদা যেখানে দর্শকরা এক নতুন তিশাকে পাবে। বিশাল আয়োজন ও অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজটি করা হয়েছে একদম ফিল্মি স্টাইলে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা জানালেন, আসছে ভালোবাসা দিবসে নাটকটি প্রচার করা হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তিশা,নুসরাত ইমরোজ তিশা,নাটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist