reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৭

গ্রিন ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

শিক্ষক প্রশিক্ষণ মানসম্মত শিক্ষার পূর্বশর্ত

শিক্ষাদান প্রক্রিয়ার সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ গভীরভাবে সম্পর্কিত। একজন শিক্ষক যত বেশি প্রশিক্ষিত হবেন, শ্রেণিকক্ষে তিনি তত বেশি দক্ষতা ও কৌশলের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এজন্যই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণের বিকল্প নেই।

সোমবার (২১আগস্ট) গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ায়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ‘সার্টিফিকেট ইন টিচিং অ্যান্ড লার্নিং’ শীর্ষক চার দিনব্যাপি এক কর্মশালায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির মূখ্য ফ্যাসিলেটরের ভূমিকা পালন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনা. (অব.) মো. মইনুল ইসলাম, ডীন অধ্যাপক ড. ফায়জুর রহমান, অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. নুর মোহাম্মদ, অধ্যাপক ড. ইসমাইল চৌধুরী, ড. জগন্নাথ বিশ্বাস বক্তব্য রাখেন।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শিক্ষার্থীবান্ধব শিক্ষক হতে প্রশিক্ষণ জরুরি। এর মাধ্যমে তরুণ শিক্ষকরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহজেই দক্ষত অর্জন করতে পারেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক প্রশিক্ষণ মানসম্মত শিক্ষার পূর্বশর্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist