জবি প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৭

দু'মাস পর বাসায় ফিরল জবির ছাত্র মিলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাদিকুল ইসলাম মিলন ২ মাস ধরে নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন মায়ের কোলে। এ তথ্যটি নিশ্চিত করেছেন মিলনের সহপাঠি শুভ ও তার মা মেরিনা বেগম।

সাদিকুল ইসলাম মিলনের সহপাঠি শুভ বলেন,‘গতকাল সকাল দশটার দিকে মিলন বান্দরবন থেকে আমাকে ফোন দেয় এবং বাড়িতে ফোন দিয়ে টাকা চায়। পরে তাকে টাকা পাঠিয়ে তার বোনের বাসা গাজীপুরে আসতে বলা হয়।সে রাত ৮টার দিকে গাজীপুরে পৌছে। এখন সে তার বোনের বাসা গাজীপুরেই আছে। তবে আমার সাথে তার সর্বশেষ কথা হয়েছে রাত ৯টার দিকে।’

মিলনের মা বলেন,‘আমার ছেলে হাত পা বাঁধা অবস্থায় বান্দারবনে ছিল। সেখান থেকে আমাদের ফোন দিয়ে টাকা চাইলে টাকা পাঠাই এবং গাজীপুরে আসতে বলি। এখন সে আমার সাথে আছে। আমরা এখন ডিবি কার্যালয়ে গিযে সেখানে থেকে মোহাম্মপুরের বাসা যাবো। এতো দিন কোথায় ছিল জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে কিছুই বলতে পারছে না। কিছুই তার মনে নেই। তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।’

উল্লেখ্য, গত ২৩ মে রাতে মোহাম্মদপুরের আদাবর থানার ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি থেকে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে মিলনকে তুলে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন জায়গাতে খোঁজা খুজির পর না পেয়ে পরদিন মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

এদিকে জবি ছাত্র মিরনের সন্ধান দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছিল বিভাগের শিক্ষার্থীরা। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলন কারীদের বলছিলেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিএমপি কমিশনারের কাছেও তার সন্ধান চেয়ে চিঠি দিয়েছিল।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়,বাসায় ফিরল,জবির ছাত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist