​চবি প্রতিনিধি

  ২৬ জুন, ২০২০

চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত ৩ সদস্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিন্ডিকেটে চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য হিসেবে নতুন তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেওয়া হয়।

নতুন তিন সদস্য হলেন—বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী ও একই বিভাগের অধ্যাপক ড. নাসিম হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ধারা ২৫(১) ও ২৫(৩) অনুসারে এই তিনজন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সিন্ডিকেটে চ্যান্সেলর কর্তৃক তিনজন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,প্রজ্ঞাপন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close