জাককানইবি প্রতিনিধি

  ৩১ জুলাই, ২০১৯

জাককানইবিতে বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ ফান্ডের যাত্রা শুরু

‘মানবতা দিচ্ছে ডাক, সেবার্থে এগিয়ে যাক’ এই স্লোগানকে সামনে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের উদ্যোগে বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ ফান্ড যাত্রা শুরু করেছে ।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ ফান্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, সহকারী প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও আল জাবির, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ চৌধুরী, দোলন চাঁপা হলের প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস, পরিবহন প্রশাসক রাশেদ সুখন, উপপরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ ফান্ড গঠনের উদ্দেশ্য হলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, মাদকাসক্ত ব্যাক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করা, সামাজিক মূল্যবোধ জাগ্রত এবং চিকিৎসা সেবা প্রদান করাই হলো এই ফান্ডের মূল লক্ষ্য।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ ফান্ড,জাককানইবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close