reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৯

শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরতে প্রক্টরের অনুরোধ

তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত স্বাপেক্ষে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রক্টরের কথায় অবস্থান থেকে সরে যেতে রাজি নন আন্দোলনকারীরা। ভিপি নুরুল হক নুর বলেন, আমাদের দাবি স্পষ্ট। কারা হামলা করেছে সেটাও স্পষ্ট। হামলার উপযুক্ত বিচার করতে হবে। অছাত্রদের হল থেকে বের করতে হবে। অন্যথায় আমরা এখান থেকে সরব না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার্থীদের আন্দোলন,প্রক্টর,ঢাকা বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close