ইবি প্রতিনিধি

  ৩০ অক্টোবর, ২০১৮

ইবিতে ‘ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী ‘ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে লাইব্রেরির স্টাফদের নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় লাইব্রেরিতে এ কর্মশালা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে কর্মশালার প্রথমদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী লাইব্রেরি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের থেকেও গুরুত্বপূর্ণ, কারণ একটি বিশ্ববিদ্যালয় হলো লাইব্রেরির চারপাশে পরিবেষ্ঠিত কিছু ভবন। এতেই বোঝা যায় লাইব্রেরির গুরুত্ব। লাইব্রেরি হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি যেখানে মানবসৃষ্ট ধৃত জ্ঞান সুপ্ত রয়েছে।’ এসময় তিনি উপস্থিত সকলকে একুশ শতকের উপযোগী করে লাইব্রেরি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারী অ্যান্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হাবিবুর রহমান। এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ লাইব্রেরীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড সার্ভিসেস,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close