reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০১৮

স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু ২৮ নভেম্বর

চলতি বছর ২৮ নভেম্বর থেকে থেকে শুরু করে ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে দেশের সব স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।

ডিসেম্বরের শেষ সপ্তাহে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পরীক্ষা। নির্বাচনের আগেই পরীক্ষার সব ধরনের কাজ শেষ হবে। সুষ্ঠুভাবে যথাসময়ে পরীক্ষা নিতে সব ধরনের নির্দেশনাও স্কুলে দেওয়া হয়েছে।

বার্ষিক পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নিলেও সময়সূচি ঠিক করে দেয় সংশ্লিষ্ট বোর্ড। এদিকে অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর।

মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে স্কুলের পরীক্ষা সময়সূচি এগিয়ে আনতে অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষাবোর্ড,পরীক্ষা সময়সূচি,স্কুলের বার্ষিক পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close