মেহেদী জামান লিজন

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

কাল খুলছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহা ও জন্মাষ্টমীর দীর্ঘ ১৫ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। খুলে দেয়া হয়েছে আবাসিক হল অগ্নিবীণা ও দোলনচাপা।

কাল থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য দফতরের উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান। তিনি বলেন,গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হয়েছে। কিন্তু সাপ্তাহিক দুদিন বন্ধ ও জন্মাষ্টমীর বন্ধ থাকায় সোমবার থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস ও পরিক্ষা শুরু হবে।

উল্লেখ্য, ইদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা গত ১৯ আগস্ট থেকে আজ ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাককানইবি,ছুটি,কবি নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close