reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০১৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় হতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) দুটি অনুষদে তিনটি বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় হতে ভারপ্রাপ্ত রেজিস্টার সোহরাব হোসেন স্বাক্ষরিত এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এ ২টি অনুষদে অন্তর্ভুক্ত ৩টি বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষের আবেদন করা যাবে। কলা অনুষদের বিভাগ তিনটি হলো—রবীন্দ্র অধ্যায়ন, ইতিহাস ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি বিভাগ। ২টি অনুষদের ৩টি বিভাগের মোট আসন সংখ্যা ১০৫। তবে সকল শাখার শিক্ষার্থীর যেকোন পরীক্ষায় অব্যশই জিপিএ ৩.০০ থাকতে হবে।

সোহরাব হোসেন জানান, ভর্তি ফরমের মূল্য ৭২০ টাকা সার্ভিস চার্জসহ নির্ধারণ করা হয়েছে। ভর্তি ফরমের মূল্য রকেট (ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং ) একাউন্টের মাধ্যমে *৩২২# ডায়াল করে পরিশোধ করা যাবে। আবেদনের নিয়মাবলী এবং ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যদি www.rub.ac.bd GesAdmission.rub.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনসংক্রান্ত যেকোন সমস্যা এবং Admission.rub.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভর্তি,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সোহরাব হোসেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist