reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০১৮

শিক্ষকদের অনশন প্রত্যাহার

টানা ৬ দিন আমরণ অনশনের পর অবশেসে তা প্রত্যাহার করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ভাঙার ঘোষণা দেন তারা। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান। এরপরই আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় বলে জানান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। এমপিওভুক্তির দাবিতে গত ৩১ জানুয়ারি রোববার থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি শুরু করেন নন এমপিও শিক্ষকরা। এর আগে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে গিয়ে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি আন্দোলনরতরা। তাদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস আসতে হবে। অবশেষে তাদের সে দাবি পূরণ হল।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনশন প্রত্যাহার,শিক্ষক,নন-এমপিও,আমরণ অনশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist