reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ হাজার নারী

বর্তমান বিশ্বে সাড়ে ১০ কোটি নারী স্তন ক্যানসারে আক্রান্ত। প্রতি বছর এই রোগে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশি। এদের মধ্যে ৯৮ শতাংশের বেশি নারী এবং দুই শতাংশের মতো পুরুষ। গড়ে প্রতি বছর এ ক্যানসারে মারা যাচ্ছেন সাড়ে ৭ হাজার মানুষ।

রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সাত্তার হলরুমে ‘বিশ্ব ক্যানসার দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ।

এর আগে, দুপুরে সোসাটির পক্ষ থেকে জাতীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাব পর্যন্ত ক্যানসারবিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্তন ক্যানসার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close