আমতলী (বরগুনা) প্রতিনিধি
ট্রাক্টর চালকদের ফ্রি মেডিকেল চেক আপ
বরগুনার আমতলীতে সোনালীকা সার্ভিস ডে
বরগুনার আমতলীতে প্রতি বছরের মতো এ বছরও সোনালীকা ট্রাক্টরের সস্মানিত ব্যবহারকারীদের জন্য সার্ভিস ডে অনুষ্ঠিত হয়েছে।
"সোনালীকা ডে ২০২৪, উপলক্ষে উপজেলার ঘটখালী বালুর মাঠে আজ রবিবার সকাল ১০ টায় সার্ভিস ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প ও কাস্টমার মতবিনিময় সভা" এসিআই মটরস এর আমতলীর ডিলার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রিজিওনের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস ।
সোনালীকা ট্রাক্টর এর ফ্রি সার্ভিস , বুকিং ও স্পেয়ার পার্টসের উপর ডিসকাউন্ট, ফ্রি মেডিকেল চেকআপ, সোনালীকা ট্রাক্টর প্রদর্শনী, উদ্যোক্তার গল্প, গেইম জোন ও সেলফি সেলফি কনটেস্ট, র্যাফেল ড্র স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ক্যাম্পেইন।
এসময় উপস্থিত ছিলেন, এ.সি.আই. মটরস্ লিঃ এর সিনিয়র টেরিটরি ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান এর তত্ত্বাবধানে টেরিটরি ম্যানেজার মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।অনুষ্ঠানে এ.সি.আই. মটরস্ লিমিটেডের সকল কাস্টমারবৃন্দ, পণ্যের মালিক, শ্রমিক, ডিলার ও সর্বসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।