চাঁদপুর প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২৪

চাঁদপুরে পৃথক অভিযানে ১৩ জেলে আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় নৌ পুলিশের পৃথক অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যামণ আদালতে কারাদণ্ড, ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, আজ (শনিবার) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অভিযান করে নৌ পুলিশ। এ সময় শিপন সিকদার (৩১), ইমরান খান (২৬), এমরান গাজী (২২), মানিক খাঁন (২৮), রাসেল বেপারী (২০), সাগর হোসাইন (১৯), আব্দুর রহমান (১৫) ও মো. শুক্কুর আলীকে (১২) আটক করা হয়। তাদের হেফাজতে থাকা ২ হাজার বর্গমিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

ওসি বলেন, আজ (শনিবার) মধ্য রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ ধরা অবস্থায় আল ইসলাম (১৮), মঞ্জুর হোসেন (১৯), সিরাজুল ইসলাম (২৫), আব্দুল মালেক (২২), আনোয়ার মোল্লাকে (৪২) আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রে। এসব জেলেদের সাথে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,জেলে,অভিযান,চাঁদপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close