শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০২৪

শ্রীমঙ্গলে বিএডিসি হিমাগার পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী

ছবি : প্রতিদিনের সংবাদ

শ্রীমঙ্গলে আকর্ষিকভাবে বিএডিসি হিমাগার পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ হিমাগাড়ে তিনি পরিদর্শনে প্রবেশ করেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন মৌলভীবাজারের এডিসি (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র-বিএডিসি) মো. আবীর হোসেন, উপপরিচালক (টিসি)। বিএডিসি শ্রীমঙ্গল হিমাগার, যুগ্ম-পরিচালক (মান নিয়ন্ত্রণ) বিএডিস, উপসহকারী পরিচালক (টিসি)। বিএডিসি হিমাগার শ্রীমঙ্গল সজল কুমার দে, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

হিমাগারে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বিএডিসির কর্মকর্তারা। সেখানে বিএডিসি শ্রীমঙ্গল হিমাগারের ভেতরে সবাইকে সাথে নিয়ে বৃক্ষরোপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

পরে হিমাগারের ভেতরের আলুর বিজের মান নির্ণয় ও হিমাগারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষিমন্ত্রী,বিএডিসি হিমাগার পরিদর্শন,শ্রীমঙ্গল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close