প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

উন্নয়ন প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক কমিউনিটি সেন্টারে দিনব্যাপী জেলার কৃষি উদ্যোক্তাদের নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এ টি এম তাহমিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভুইয়া, ফারুক আহমেদসহ অন্যরা।

মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম ও সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান প্রমুখ।

টুর্নামেন্ট উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে । সোমবার সকাল ১০টায় ওই কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল । এবারের প্রতিযোগিতায় নানা বিভাগের ২১টি দল অংশগ্রহণ করবে এবং আগামী ৬ মার্চ চুড়ান্ত খেলা হবে।

পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আফরোজা রমজান গার্লস অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের গভর্ণিংবডির সভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্প মাগুরা প্রতিনিধি

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার সকালে মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রী মেডিকেল ক্যাম্প হয়। আশা জেলা ব্যবস্থাপক মো. শমশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় আদিল উদ্দিন কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, চিকিৎসক ডাক্তার শাহ আলম, সমাজসেবক ইসমাইল হোসেনসহ অন্যরা।

উঠান বৈঠক

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজারহাট এর আয়োজনে অনাবাদী জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের উঠান বৈঠক হয়েছে। সোমবার সকালে উপজেলার মেকুরটারী ব্লকের কৃষক সাজেদুল ইসলামের বাড়িতে এ উঠান বৈঠকে হয়। এ সময় প্রায় ২০জন কৃষকের মধ্যে অনাবাদী জমিতে শাক সবজির চাষ, বস্তায় আদা, মরিচ, লাউ, কুমরাসহ অন্যান্য সবজির চাষ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী প্রমুখ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close