মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেদোয়ান গোলদার নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে অস্ত্র মামলা ও বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আযোজিত মানববন্ধনে বক্তরা এ অভিযোগ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন মঠবাড়িয়া থানা পুলিশ রেদোয়ান গোলদারের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার মামলায় আসামি করে। এদিকে নির্বাচন পরবর্তী সম্প্রতি উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদাকে চোরাকারবারী দেখিয়ে আসামি করে নেছারাবাদ থানা পুলিশ।

সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাচ্চু আকনের সভাপতিত্বে ও শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, আফজাল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন বীর মুক্তিযোদ্ধারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাউয়ূম স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,মঠবাড়িয়া,বীর মুক্তিযোদ্ধা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close