বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর বদলগাছী

ভুয়া মৃত্যু সনদ দেওয়ার সহযোগিতায় ইউপি সচিবের ইনক্রিমেন্ট স্থগিত

ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনকে ভুয়া মৃত্যু সনদ দেওয়ার সহযোগিতায় সচিব আনজুমান আরা বেগমের বার্ষিক দুটি ইনক্রিমেন্ট বন্ধের নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কনা মন্ডল।

জানা গেছে, নওগাঁ সদরের এসকে চক্রবর্তীর ছেলে এস কে সালেহীনকে মৃত্যু দেখিয়ে ভুয়া সনদ দেন ৫ নম্বর কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম (স্বপন)। এ বিষয়ে গত বছর ১২ মার্চ নওগাঁ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন ঝাড়ঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী। অভিযোগের সত্যতা পাওয়ায় গত বছরের ৬ এপ্রিল ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জেলা প্রশাসক প্রতিবেদন পাঠান বলে জানান তিনি।

এ ব্যাপারে ৫ নম্বর কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, কোলা ইউপি সচিব আনজুমান আরা বেগমের বার্ষিক দুটি ইনক্রিমেন্ট বন্ধ করার চিঠি তিনি পেয়েছেন।

জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল জানান, কোলা ইউনিয়ন পরিষদের সচিব আনজুমান আরা বেগমের বার্ষিক দুটি ইনক্রিমেন্ট বন্ধে ডিসির নির্দেশপত্র পেয়েছেন তিনি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,বদলগাছী,মৃৃত্যুসনদ,ইনক্রিমেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close