শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৪

শিক্ষককে নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের পাঠাবেন না অভিবাবকরা

ছবি: প্রতিদিনের সংবাদ

বাগেরহাটের শরণখোলায় নতুন প্রধান শিক্ষক যোগদানের ঘটনায় অসন্তোষ ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না ক্ষুব্ধ অভিবাবকরা। গতকাল রবিবার উপজেলার ৭ নম্বর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২টা পর্যন্ত ২১০ শিক্ষার্থীর মধ্যে তৃতীয় শেণির একজন, ৪র্থ শ্রেণির একজন ও ৫ম শ্রেণির চারজনসহ মোট ছয় শিক্ষার্থীর উপস্থিতি দেখতে পাওয়া গেছে। তাকে অন্যত্র বদলি করা না হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাবেন না বলে অভিবাবকরা জানিয়েছেন।

অভিবাবক মিলন ফরাজী, আব্বাস আলী গাজী জানান, পূর্বের বিদ্যালয়ের দায়িত্বে থাকাকালীন নাসরিন নাহার শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিবাবকসহ স্থানীয়দের রোষানলের স্বীকার হন।

প্রধান শিক্ষিকা নাসরিন নাহার জানান, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

ম্যানেজিং কমিটির সভাপতি নান্না মিয়া জানান, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, নিয়মানুযায়ী তিনি যোগদান করেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও জাহিদুল ইসলাম শামীম জানান, বিষয়টি তিনি শুনেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট,শরণখোলা,বিদ্যালয়,শিক্ষক,শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close