আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

আটোয়ারীতে

সরকারি গাছ কাটার অভিযোগ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে

ছবি: প্রতিদিনের সংবাদ

পঞ্চগড়ের আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীর মৌখিক নির্দেশে প্রায় লাখ টাকা মূল্যের একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার বরেন্দ্র অফিসের সামনে আগের পানি উন্নয়ন বোর্ডের রোপিত মেহগনি গাছটি কেটে ফেলা হয় বলে জানা যায়।

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের অফিস সহকারী মো. সোহেল রানা গাছ কাটার ছবি তুলতে বাধা দিয়ে সাংবাদিককে বলেন, ‘আমাদের জেলার উর্দ্ধতন কর্মকর্তা গাছটি কেটে ফেলতে বলেছেন। এখানে সরকারী ঘর নির্মাণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী এ বিষয়ে জানান, খবর পেয়ে সেখানে লোক পাঠিয়েছিন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগড়,আটোয়ারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close