দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

সহকারি অধ্যাপকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছবি: প্রতীকি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক সহকারি অধ্যাপকের বিরুদ্ধে চাকরির নামে নিয়োগ বানিজ্য ও টাকা আত্মসাধের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আদমপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. হানিফের বিরুদ্ধে অভিযোগ করেছেন চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবার পর মো. হানিফ, সহকারি অধ্যাপক আদমপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালে বিদ্যালয়ের সভাপতি মো. মোসলেম মৃধা মারা যাবার পর অবৈধভাবে ২০২০ সালে এডাক কমিটির সভাপতি এবং ২০২২ এ সভাপতি হন মো. হানিফ। ২০২৩ সালে নতুন কমিটিতে আবুল হোসেন রাড়ি সভাপতি হন। বিদ্যালয়টিতে ২০১৪ সালে মো. রেজাউল করিমকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকে দায়িত্বভার বুঝিয়ে দেন। কিন্তু সভাপতি আবুল রাড়ির যোগসাজসে মো. হানিফ নিজেকে অবৈতনিক প্রধান শিক্ষক দাবি করেন। সেইসঙ্গে বিভিন্ন লোকদের থেকে চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে বিদ্যালয়ের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগে করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা শাখার সভাপতি একাধিকবার সমাধানের জন্য বসলে কোনো সমাধান হয়নি।

অভিযোগকারী চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘২০১৪ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর হানিফের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা শুনেছি। কয়েকজন লোক বিদ্যালয়ে গিয়ে আমার সঙ্গে ঝামেলা করে। এতোদিন আমি কিছুই বলিনি। এখন নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছি।’

বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা উপজেলা শাখার সভাপতি কাজী আনোয়ার বলেন, ‘মো. হানিফের বিষয়ে বিভিন্ন লোকদের থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়ার নালিশ এসেছে। এ বিষয়ে একাধিকবার বসেছি। হানিফ একবার আসলে পারে আর আসেন না।’

এদিকে সহকারি অধ্যাপক মো. হানিফ বলেন, ‘আমার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা মিথ্যা। এ বিষয়ে পরে কথা বলবো।’

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালীর দশমিনা,নিয়োগ বানিজ্য,চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close