reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২৪

সাড়ে সাত ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল সড়ে ৯টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে ওই রুটগুলোয় ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে ছয়টি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ২টার দিকে এই নৌপথগুলোয় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোয় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ঘাটগুলোয় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা,ফেরি চলাচল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close