প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ জানুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

বৃত্তি প্রদান

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌর এলাকার অসচ্ছল ও বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ১৫ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় পটুয়াখালী পৌর চত্বরে এ হস্তান্তর অনুষ্ঠান হয়। মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় ছিলেন। এতে উপস্থিত ছিলেন, উচ্চমান সহকারী মো. জহিরুল ইসলাম, নিম্নমান সহকারী মো. লুৎফর রহমান প্রমুখ।

বিদায়

নাটোর প্রতিনিধি

নাটোরের চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) চাঁদপুর বাজারের লার্নিং কোচিং সেন্টারের আয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা ও সমাবেশ হয়। কোচিং পরিচালক সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, নাটোর সদর থানার সেকেন্ড অফিসার মো. সাজ্জাদুর রহমান, সাব-ইন্সপেক্টর ফরহাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি ট্রাইব্যুালের প্রতিনিধি জালাল উদ্দিন, প্রেসক্লাবের সাধরণ সম্পাদক নাজমুল হাসান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহিন খাঁনসহ অনেকে।

পরিচিতি সভা

কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুর-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামানের সঙ্গে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের পরিচিতি সভা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামান। ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম মনজুর-এ-এলাহী, থানার ওসি মাহাতাব উদ্দিন প্রমুখ।

সভা

মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনে নব নির্বাচিত সাংসদ মো. শামীম শাহনেওয়াজ সঙ্গে মঠবাড়িয়া উপজেলা কর্মকর্তাদের পরিচিতি সভা হয়। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে ইউএনও আবদুল কাইয়ূমের সভাপতিত্বে নব নির্বাচিত সাংসদকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, ওসি আব্দুল হালিম প্রমুখ।

ক্যাম্প

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় উলিপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে এই ক্যাম্প হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুর শাখার ব্যবস্থাপক এ.টি.এম আরিফুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাকাবের বিভাগীয় মহাব্যবস্থাপক বাবর আলী। আরো বক্তব্য দেন রাকাবের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান, রাকাব কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক রুহুল আমীন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।

টুর্নামেন্ট

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ১০ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। রবিবার সন্ধা ৭ টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মিয়া বাড়ির মাঠে খেলাটি হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক আবুল হোসেন মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিয়ার সহযোগিতায় খেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা। এতে উপস্থিত ছিলেন রামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলখুস আরা, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড কমিশনার মির্জা আব্বাস হোসেন প্রমুখ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষেপে সারাদেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close