পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২৪

পার্বতীপুরে ১ যুগ পর দখলমুক্ত কবরস্থানের জায়গা 

ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি পরিবারের নিয়ন্ত্রণে থাকা কবরস্থানের জায়গা ১ যুগ পর দখলমুক্ত করল এলাকাবাসী। রবিবার (১৪ জানুয়ারি) স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা সীমানাপ্রাচীর নির্মাণ করে দখলমুক্ত করেন স্থানটি।

জানা গেছে, পৌর এলাকার পশ্চিম হুগলীপাড়া গ্রামের ২৬ শতক সরকারি সম্পত্তি কবরস্থান হিসেবে বৃটিশ আমল থেকে সবার ব্যবহারের জন্য ছিল। একই গ্রামের নজিমন বেওয়া ও তার পরিবারের লোকজন জায়গাটি নিজেদের দাবি করে ভোগদখল করে আসছিল। এই নিয়ে এলাকাবাসীর সঙ্গে প্রতিনিয়ত বিরোধ দেখা দিতো পরিবারটির। অবশেষে এলাকাবাসী একসঙ্গে হয়ে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারটির কবল থেকে ১ যুগ পর দখলমুক্ত করেন কবরস্থানের জায়গাটি।

স্থানীয় বাসিন্দা ও কবরস্থান উন্নয়ন কমিটির সদস্য বাবু জানান, সবার ব্যবহারের জায়গাটি কোনো ব্যক্তি বিশেষ একাই ভোগ করতে পারে না।

সংরক্ষিত মহিলা মেম্বার জোসনারা বেগম জানান, এলাকাবাসীর দাবির মুখে কবরস্থানের জায়গাটি দখলমুক্ত করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,পার্বতীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close