শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৪

নতুন বেতন কাঠামোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের শ্রীপুরে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে একই মালিকের তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার মাওনা ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের শ্রমিকরা মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় সড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

কারখানায় কর্মরত আশরাফুল ও রেজওয়ান মিয়া জানান, গত বছরের ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোয় পোশাক শ্রমিকরা বেতন পাওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা তিনটির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে শ্রমিকরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো সমাধান হয়নি। পরে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে আন্দোলন করেছে।

শ্রীপুর থানার ওসি শাহ্ জামান বলেন, খবরে পেয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চলাচল স্বাভাবিক করা হয়।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুরের শ্রীপুর,শ্রমিকবিক্ষোভ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close