reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০২৪

কুপির আগুনে পুরে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

নিহত মানসিক প্রতিবন্ধী নুর ভক্ত মন্ডল এর পরিবার।-প্রতিদিনের সংবাদ

জামালপুরের বকশীগঞ্জ কুপির আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে নুর ভক্ত মন্ডল (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে বুধবার রাত টার দিকে উপজেলার বিনোদরচর গ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শারীরিক প্রতিবন্ধী নুর ভক্ত মন্ডল তিনি বিনোদরচর গ্রামের সওদাগর মন্ডলের ছেলে

নিহতের পরিবারের বরাদ দিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন নুর ভক্ত মন্ডল। ঘটনার দিন সন্ধ্যায় নিজ ঘরের মেঝেতে বিছানা করে শুয়ে পড়েছিলেন নুর। বিছানার পাশে কুপির আগুন জ্বালানো ছিলো। হঠাৎ কুপিটি বিছানায় পড়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হন তিনি। সময় স্থানীয়রা দ্রু পানি ছিটিয়ে আগুনটি নেভালেও ঘটনাস্থলেই মারা যান নুর। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুহিন উল হক, বকশীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন

এদিকে ঘটনায় মরদেহটি দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেন

বকশীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, অসাবধানতাবশত কুপির আগুন থেকে সুত্রপাত হয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুরের বকশীগঞ্জ,প্রতিবন্ধীর মৃত্যু,অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close