আদিল হোসেন তপু, ভোলা

  ১৬ অক্টোবর, ২০২৩

ভোলায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শন

‘মুজিব: একটি জাতির রুপকার’ দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে: তোফায়েল আহমেদ

ভোলা শহরের রুপসী সিনেমা হলে পরিবারে সদস্যদের নিয়ে রবিবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখেন তোফালেন আহমেদ। ছবি: প্রতিদিনের সংবাদ

“বঙ্গবন্ধুর জীবন নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে।” বলেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ও হৃদয় বিদারক ছবি। এই ছবির মাধ্যমে ইতিহাসের অনেক কিছু উঠে এসেছে। ছবিটি আমার হৃদয় স্পর্শ করেছে। তরুন প্রজন্মের এই ছবিটি দেখে অনেক কিছু শিখতে পারবে।’

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভোলা শহরের রুপসী সিনেমা হলে পরিবারের সদস্য নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখেন তোফায়েল আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতার বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই নেতাকে বাংলাদেশের মানুষ হত্যা করতে পারে, এটা কোনো দিন কেউ ভাবেনি। (১৯৭১ সালের) ১৫ আগস্ট একটা মর্মান্তিক দিন। এই ছবিটার মধ্যে দিয়ে সেই দৃশ্যগুলো ফুটে উঠেছে।’

তোফায়েল আহমেদ বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু জাতির পিতা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ধীরে ধীরে কীভাবে কারাগারে অন্ধকার কক্ষে থেকে সংগ্রাম করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। অপরদিকে ১৫ আগস্ট যখন দেখাল, তখন আমার হৃদয় কেঁপে উঠেছে।’

চলচ্চিত্রে বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মান্তিক ঘটনাকে যেভাবে তুলে আনার হয়েছে, সেজন্য পরিচালক শ্যাম বেনেগালকে ধন্যবাদ জানান তোফায়েল আহমেদ। সিনেমার অভিনেতাদের প্রশংসা করে তিনি বলেন, ‘ছবির সব কলাকুশলী অনেক ভালো অভিনয় করেছেন। আমি খুবই মুগ্ধ হয়েছি। বিশেষ করে বঙ্গবন্ধুর চরিত্র আরেফিন শুভ অনেক ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে।’ এ জন্য তাকেসহ সবাইকে ধন্যাবাদ জানান।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে জানতে চান, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস জানতে চান, এই চলচ্চিত্রটি তাঁদের অনেক কিছু শিখাতে পারবে।’ সবাইকে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখার আহ্বাান জানান তিনি।

ভোলা শহরের রুপসী সিনেমা হলে তোফায়েল আহমেদের সঙ্গে চলচ্চিত্রটি দেখেন তার স্ত্রী আনোয়ারা বেগম, ভোলা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, ভোলা জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভসহ অনেকে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,বঙ্গবন্ধুর জীবন,সিনেমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close