reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০২৩

কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছেলেদের বিয়ে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বিষ্ণুপ্রিয়া মণিপুরী পল্লীতে একটি বিয়েতে বরের ছোট বোন বীণাপানি সিনহা (টাপু) মাথায় নিয়ে ঘর থেকে বের হচ্ছে। ছবি : সালাহউদ্দিন শুভ

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছেলেদের বিয়ের দিন বর যখন কনের বাড়িতে যাত্রা করে, তখন বরের ছোট বোন আগে ‘টাপু’ মাথায় নিয়ে ঘর থেকে বের হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষায় এটাকে ‘দউ অর ভার’ বলে। এটার ভিতরে থাকে গুড় মেশানো বিন্নি ধানের খই, তিন থেকে পাঁচ ধরনের নাড়ু, নকুল দানা, বাতাসা, তিলুয়া, কলা; আপেল, কমলা,পেঁপে, পেয়ারা, আনারস, কুল, আঙ্গুরসহ বিভিন্ন ধরনের ফলমূল, পান-সুপারী, আগরবাতি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বিষ্ণুপ্রিয়া মণিপুরী পল্লীতে একটি বিয়েতে বরের ছোট বোন বীণাপানি সিনহা (টাপু) মাথায় নিয়ে ঘর থেকে বের হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিষ্ণুপ্রিয়া,বিষ্ণুপ্রিয়া মণিপুরী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close