নাটোর প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

তিন দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

ছবি : প্রতিদিনের সংবাদ

গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধসহ তিন দফা দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর চিনিকল প্রাঙ্গণে তারা মানববন্ধন করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় ৪৩০ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা ২০১৪ সাল থেকে প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ ৩৪ কোটি টাকা ও ৩০০ জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলে-মেয়েদের লোখাপড়া বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত তাদের প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা প্রদানের দাবি জানান বক্তারা। এ সময় পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। পরে তারা এক বিক্ষোভ মিছিল বের করে চিনিকল চত্বর প্রদক্ষিণ করে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্র্যাচুইটি,প্রভিডেন্ট ফান্ড,বিক্ষোভ মিছিল,নাটোর,চিনিকল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close