শেরপুর প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২২

হেলমেট পরিহিতরা পেলেন ‘লাল গোলাপ’

ছবি : প্রতিদিনের সংবাদ

ঝিনাইগাতীতে চালকদের সঙ্গে বৈধ কাগজপত্র ও হেলমেট ব্যবহার করলেই লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে জেলা পুলিশের কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের ‘ট্রাফিক আইন’ সম্পর্কে সচেতন করার পাশাপাশি এ অভিনব উদ্যোগ নেওয়া হয়। ওসি মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাণহানিরও ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের বেশিরভাগেরই মাথায় হেলমেট ছিল না বলে জানা যায়। এ কারণে হেলমেট পরতে উৎসাহিত করতেই জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চালকদের বৈধ কাগজপত্র এবং হেলমেট ব্যবহারকারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যারা বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে তাদের সচেতন করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইগাতী,হেলমেট ব্যবহার,লাল গোলাপ,ট্রাফিক আইন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close