আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১৯ জুন, ২০২২

পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহ, ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার আদমদীঘিতে পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবারহের অভিযোগে রিপন হোসেন (৪২) নামে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার রিপন উপজেলার সান্তাহার পৌর শহরের নামাপোতা গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।

শনিবার (১৮ জুন) রাতে উপজেলার সান্তাহার মিনিবাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়ার র‍্যাব-১২ জানায়, রিপন তার নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ‘হারুন ফোন এন্ড ফ্র্যাক্স মাল্টিমিডিয়া’ পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবারহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় রিপনকে গ্রেপ্তার করা হয়। একইসাথে কম্পিউটারের ৫ টি হার্ডডিস্কসহ নানারকম সরঞ্জামাদি জব্দ করা হয়।

বগুড়ার র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানায়, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হয়েছে। তাকে রোববার সকালে থানাতে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পর্নোগ্রাফি,ব্যবসায়ী,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close