সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ১৭ জুন, ২০২২

মাছ ধরার সময় পানিতে বজ্রপাত, ডুবে গেল শিক্ষার্থী

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে শাকিল আহম্মেদ (১৫) নামে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী উপজেলার শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও শুয়াকৈর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা থেকে উপজেলায় অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই সকাল সাড়ে ৬ টায় নিহত শিক্ষার্থী কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য শুয়াকৈর বিলে গেলে বজ্রপাতে শাকিল আহম্মেদ পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে শাকিল আহম্মেদ ভেসে ওঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (বাবু) নিশ্চিত করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর,সরিষাবাড়ী,পানিতে বজ্রপাত,শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close