গাজীপুর প্রতিনিধি

  ১২ মে, ২০২২

জমি নিয়ে বিরোধ

ভাগিনাকে ফাঁসাতে খুন, মামার দায় স্বীকার

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় প্রায় পৌনে দুই বছর আগে সংঘঠিত আলোচিত চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগিনাকে ফাঁসাতে ইদ্রিসকে খুন করা হয়।

মূল পরিকল্পনাকারী মামা আব্দুর রব ভূইয়া ওরফে রবিন ভূইয়া (৫৫) পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১১ মে) গাজীপুর পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেপ্তার রবিন কাপাসিয়া থানার সালুয়াটেকি এলাকার মৃত হাজী আব্দুল মোতালিব ভূইয়া ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, মামলার তদন্তকালে এজাহার বহির্ভূত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে রবিন ভূইয়ার নাম প্রকাশ করে।

এদিকে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি রবিন গত ৬ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জমি নিয়ে বিরোধ,গাজীপুর,হত্যা মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close