গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২১

গৌরীপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জানা গেছে, সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অভিযানে চালান। অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দণ্ড প্রদান করা হয়।

দণ্ড প্রাপ্তরা হলেন-উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে শফিকুল ইসলাম রুবেলকে (৩৪) চার মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে রফিককে (৫১) আট মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কারাদণ্ড,মাদকসেবন,গৌরীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close