​​​​​​​কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

‘ইমামদের বয়ানে ইভটিজিং বন্ধ হয়েছে’

মসজিদের ইমামদের বয়ানে ইভটিজিং বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তন অডিটোরিয়াম হল রুমে ইমাম, মুয়াজ্জিন ও কাজীগণের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গি, মাদকের বিরুদ্ধে মসজিদে আলোচনার মাধ্যমে ইমাম মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে মসজিদে আলোচনায় বাল্য বিবাহ, সমাজের ভেতর থেকে বিবাদ দূর করাও সম্ভব। ইমামদের বয়ানের কারণে ইভটিজিংও বন্ধ হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।

বিশেষ অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। অথচ ইসলামকে ধ্বংস করার জন্য একটি মহল মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। ইসলাম এর ভুল ব্যাখ্যাকারীরা দেশের মানুষের শত্রু।

তিনি ইমাম, মুয়াজ্জিন, কাজীদের এ বিষয় সজাগ হওয়ার জন্য আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নবাগত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান মতবিনিময় উপস্থিত ছিলেন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইভটিজিং,ইমামদের বয়ান,মসজিদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close