ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীর ওপর হামলা!

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে বাধা দিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেছেন গুলশানারা চৌধুরী নামে এক নারী।

বুধবার দুপুরে শহরের উত্তর মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। গুলশানারা ওই এলাকার আমিনুল চৌধুরীর স্ত্রী। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রকৌশল সার্ভিস শাখা) প্রকৌশলী শফিকুল হকের নেতৃত্বে একটি দল উত্তর মৌড়াইলে অভিযানে যায়। অভিযান চলাকালে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় গুলশানারা চৌধুরী নামে এক নারী তার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে বাধা দেন। এক পর্যায়ে তিনি প্রকৌশলী শফিকুল ও তার সঙ্গে থাকা দুইজনকে মারতে উদ্বত হন। এসময় আশপাশের বাড়ি থেকেও নারীরা এসে গুলশানারার সঙ্গে যোগ দেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রকৌশল সার্ভিস শাখা) শফিকুল হক বলেন, গুলশানারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে তিনি বাধা দেন এবং আমাদেরকে মারার জন্য উদ্বত হন। তার সঙ্গে আশপাশের নারীরাও এসে আমাদের ঘিরে ধরেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে গুলশানারা পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থে যায়। তবে ওই নারী পালিয়ে গেছেন। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিযান,প্রকৌশলী,হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close