শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

  ২০ সেপ্টেম্বর, ২০২০

কালভার্ট বিড়ম্বনায় মুক্তিযোদ্ধার ৪০ বছর

বর্ষা কিংবা শুষ্ক মৌসুম, গাছের সাঁকোতে পারাপার করেই জীবন সায়াহ্নে বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম চৌধুরী। বাড়ির সামনে ছোট নদীতে তৈরি করা হয়েছে গাছের সাঁকো। তার পরিবারসহ হলবনিয়ার শতশত মানুষ যাতায়ত করে আসছে এই সাঁকো দিয়ে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলবনিয়া এলাকার সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম চৌধুরীর জীবন এভাবেই চলে আসছে স্বাধীনতা পরবর্তী প্রায় চল্লিশটি বছর। তবুও দেশপ্রেমকে বুকে ধারণ করে ছুটে চলেছে দুর্বার গতিতে।

মুক্তিযোদ্ধা খোরশিদ আলম চৌধুরী জানান, এই ছোট নদীর উপর কালভার্ট নির্মাণের জন্য জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে। বার বার পরিমাপ করলেও শেষ পর্যন্ত যে তিমির সেই তিমিরই রয়ে গেছে। জনপ্রতিনিধি বদল হয়েছে, এ পর্যন্ত কোন আশার আলো দেখেননি তিনি।

একটি কালভাটের জন্য ভাগ্য বিড়ম্বিত আর হতাশায় নিমজ্জিত হতে হচ্ছে এই মুক্তিযোদ্ধাকে। 'মুজীববর্ষে' তার বহুদিনের এ লালিত স্বপ্নটি বাস্তবায়িত হোক, এটাই স্থানীয়দের একমাত্র প্রত্যাশা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালভার্ট,বিড়ম্বনায়,মুক্তিযোদ্ধা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close