দোহার(ঢাকা) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২০

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

ঢাকার দোহার উপজেলার বটিয়া খালে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা।

জানা যায়, রোববার দুপুরে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত ত্রাণ সামগ্রী নিয়ে হতদরিদ্রদের মাঝে বিতরণের উদ্দেশ্য উপজেলার বিলাসপুরে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহাকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় বটিয়া খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তাদের নজরে পড়ে। এ সময়ে প্রশাসনকে দেখে বালু কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়।

এতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা।

এলাকাবাসী জানান, অবৈধ ড্রেজারটি ঢাকা পল্লী বিদুৎ সমিতি ২ এর পরিচালক প্রভাবশালী আওলাদ হোসেনের। সে দীর্ঘ যাবৎ এভাবে খাল ও পদ্মানদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আমরা দোহারবাসীর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে কোনও অন্যায়কে আমরা প্রশয় দেব না। সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশনা রয়েছে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দোহার,বালু উত্তোলন মেশিন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close