শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

শ্রীপুরে নবজাগরণ স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন

‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো হক বৃক্ষময়’ এই স্লোগানে গাজীপুরের শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে ‘নবজাগরণ স্টুডেন্ট ক্লাব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার সকালে উপজেলার শৈলাট, বাঁশবাড়ি, নিজমাওনা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলে তারা নিজ হাতে বৃক্ষ রোপন করে।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ, সমাজের উন্নয়নমূলক কাজ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও পরিবেশ নিয়ে কাজ করে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। বছর ব্যাপী আমাদের এই বৃক্ষ রোপন কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মসজিদসহ বিভিন্ন স্থানে গাছ রোপন করা হচ্ছে। এই সংগঠনটি কামরুল হাসান কাজল নামে একজন যুক্তরাষ্ট্র প্রবাসীর পৃষ্ঠপোষকতা চলছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক রহিম ফকির বলেন, ‘আগামীর বৃক্ষময় বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি শ্রীপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে বৃক্ষময়।’

শৈলাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, এই সংগঠনটির কার্যক্রম দেখে খুব ভালো লাগলো। ওদের দেখে অন্যরাও ভালো কাজে উৎসাহ পাবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীপুর,নবজাগরণ স্টুডেন্ট ক্লাব,বৃক্ষ রোপন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close