রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০১৮

পৌর সার্ভিস এসোসিয়েশনের পূর্ব ঘোষিত কর্মসূচি

রূপগঞ্জের দুই পৌরসভায় ৪৮ ঘন্টা কর্মবিরতি চলছে

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের পূর্ব ঘোষিত কর্মসূচি ১৫ ও ১৬ জানুয়ারী দুই দিনের পূর্ণ দিবস (৪৮) ঘন্টা কর্ম বিরতি চলবে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রূপগঞ্জের তারাব পৌরসভা ও কাঞ্চন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরসভার সকল বিভাগের কার্যক্রম বন্ধ করে পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান করে এ কর্ম বিরতি কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্লা বলেন, দেশের প্রায় ৩২৭টি পৌরসভার প্রায় অধিকাংশ পৌরসভার বেতন-ভাতা প্রায় ৪ মাস থেকে ৫৬ মাস পর্যন্ত পাচ্ছেন না। সরকারের কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পাওয়ার নিশ্চয়তা চাই। এসময় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্ঠা জেড এম আনোয়ার, ঢাকা বিভাগীয় ও কেন্দ্রীয় কমিটির মূখপাত্র মুজাহিদুল ইসলাম তুষার, তোয়ায়েল আহাম্মেদ, আব্দুল মতিন, আমিরুল ইসলাম প্রমূখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কর্মবিরতি,রূপগঞ্জ,পৌর সার্ভিস এসোসিয়েশন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist