অনলাইন ডেস্ক
০৭ ডিসেম্বর, ২০২২
সোনালী ব্যাংক ও তেজগাঁও মহিলা কলেজের মধ্যে চুক্তি
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং তেজগাঁও মহিলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং তেজগাঁও মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবু আহমেদ। এই চুক্তির ফলে তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন