reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২১

রেমিট্যান্স কমেছে জুলাইতে

রেমিট্যান্স দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। অন্যান্য সময়ের তুলনায় ঈদুল ফিতরের আগে দেশের রেমিট্যান্স তুলনামূলক বেড়েছিল। তবে কঠোর লকডাউনের কারণে অর্থবছরের প্রথম মাস জুলাইতে কমেছে রেমিট্যান্স।

জুলাই মাসে প্রবাসীরা মোট ১৮৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। গত বছরের একই মাসের তুলনায় যা ২৮ শতাংশ কম। আর আগের মাস জুনের তুলনায় কমেছে ৩ দশমিক ৫৭ শতাংশ।

সংশ্নিষ্টরা জানান, ব্যাংক হলিডের কারণে ১ জুলাই ব্যাংক বন্ধ ছিল। পরের দু'দিন সাপ্তাহিক ছুটির পর লকডাউনের কারণে রোববার আবার ব্যাংক বন্ধ ছিল। ফলে জুলাই মাসের হিসাব শুরু হয়েছে ৫ তারিখ থেকে। আবার সাপ্তাহিক ছুটির কারণে শেষের দু'দিন ব্যাংক বন্ধ থাকায় হিসাব শেষ হয়েছে ২৯ তারিখে। মূলত এ কারণেই রেমিট্যান্স কম এসেছে।

গেল ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান। আগের অর্থবছর এসেছিল এক হাজার ৮২০ কোটি ডলার। এ হিসেবে গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ৬৫৭ কোটি ডলার বা ৩৬ দশমিক ১০ শতাংশ।সরকারের ২ শতাংশ হারে প্রণোদনা, হুন্ডি প্রবণতা কমা ও সহজে সুবিধাভোগির কাছে রেমিট্যান্সের অর্থ পৌঁছানোর ফলে এভাবে রেমিট্যান্স বাড়ছে বলে জানান সংশ্নিষ্টরা।

জুলাইতে মোট রেমিট্যান্সের ১৪০ কোটি ডলার এসেছে বেসরকারি ব্যাংকে। সরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩ কোটি ১৮ ডলার। আর বিদেশি ব্যাংকে মাত্র ৬২ লাখ ডলার।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেমিট্যান্স,লকডাউন,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close