ক্রীড়া ডেস্ক

  ১৫ জুলাই, ২০১৮

রাশিয়াকে ফিফার লেটার মার্কস

রাশিয়া বিশ্বকাপ বহুকাল মনে রাখবে ফুটবল দুনিয়া। শুধু অঘটনের আসর বলে নয়, রাশিয়ার ফুটবল মহাযজ্ঞ মনে থাকবে আরো অনেক কারণেই। দারুণসব রোমাঞ্চ উপহার দেওয়ার পাশাপাশি রাশিয়া আয়োজক হিসেবে ইতোমধ্যে পেয়েছে সুখ্যাতি।

গতানুগতিক ধারার বিশ্বকাপ থেকে বেরিয়ে নতুন এবং চমকপ্রদ আসর আয়োজন করায় স্বাগতিক হিসেবে রাশিয়াকে সম্ভাব্য সেরা প্রত্যয়নপত্রটাই দিয়েছে ফিফা। গত শুক্রবার ২১তম বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে রাশিয়ার জন্য প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

রাশিয়ার আসরকে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে আখ্যায়িত করেছেন তিনি। মস্কোতে ফিফা সভাপতি বলেছেন, ‘দুই বছর আগেও আমি বলেছিলাম এটা সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে। আজ (শুক্রবার) আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে, এটাই ইতিহাসের সেরা বিশ্বকাপ।’

কেন রাশিয়া বিশ্বকাপ সেরাÑএর পক্ষে কয়েকটি যুক্তিও দেখিয়েছেন ইনফান্তিনো, ‘আমরা দেখেছি স্টেডিয়ামগুলো ৯৮ শতাংশ পর্যন্ত পূর্ণ ছিল। এক মিলিয়নেরও বেশি সমর্থকরা বিদেশ থেকে এখানে (রাশিয়া) এসেছেন। তিন বিলিয়নেরও বেশি দর্শক টিভিতে খেলা উপভোগ করেছেন।’

ফিফা সভাপতি আরো বলেছেন, ‘ফিফার আধুনিক চ্যানেল ১১ মিলিয়নবার দেখা হয়েছে। সাত মিলিয়নেরও বেশি বিদেশি ফ্যান উৎসবে যোগ দিয়েছেন। ভিএআর দারুণভাবে সফল হয়েছে। ডোপ পরীক্ষাতেও কেউ পজিটিভ হয়নি। কোনো বৈষম্য ছাড়াই সব জায়গা স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।’

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের বিশ্বকাপ রাশিয়ার ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। এখনো বাকি আছে দুটি ম্যাচ। বাকি ৬২ ম্যাচের ৬১টিতেই গোলের মুখ দেখেছেন দর্শকরা। এর মধ্যে প্রায় সব ম্যাচই ছড়িয়েছে উত্তেজনার রেণু। ফিফা সভাপতি ইনফান্তিনো গর্ব করেই বললেন, ‘ফুটবল গোলের খেলা। সবচেয়ে ইতিবাচক হলোÑ এই বিশ্বকাপে শুধু একটা ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে। এবারের আসর দুর্দান্ত কিছু ম্যাচ উপহার দিয়েছে।’

ইনফান্তিনো আরো বলেছেন, ‘প্রতিটি ম্যাচের সঙ্গেই মিশে ছিল আবেগ। প্রত্যেকটা দলই সুসংগঠিত ছিল। প্রত্যেকটা স্টেডিয়ামের কাঠামো ছিল চমৎকার। বিমানবন্দর, হোটেল, যাতায়াত, নিরাপত্তাসহ সার্বিক দিকই ছিল সফলতা। এতে করে আগের বিশ্বকাপগুলো থেকে এটাকে আলাদা করা যাচ্ছে। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত এটা অনুকূলে ছিল।’

অবশ্য আয়োজক হিসেবে রাশিয়াকে লেটার নম্বর দিলেও বাজে রেফারিং এবং ভিএআরের সঠিক ব্যবহার নিয়ে কয়েকবারই প্রশ্ন ওঠছে। ফিফা সভাপতিও মানছেন কিছু ভুলভ্রান্তির কথা। ইনফান্তিনো বলেছেন, ‘ভিএআর ফুটবলকে স্বচ্ছ করেছে। সঠিক সিদ্ধান্ত নিতে রেফারিকে সহায়তা করেছে। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি রেফারির ৯৫ শতাংশ সিদ্ধান্ত সঠিক ছিল। ভিএআর ব্যবহারের কারণে সেটা ৯৯.৩২ শতাংশ হয়েছে। হয়তো শতভাগ হয়নি, কিন্তু এটা ৯৫ শতাংশের চেয়ে ভালো ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist