নিজস্ব প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৭

এক দশকে ৬১ শতাংশ মাছের উৎপাদন বেড়েছে

মাছের উৎপাদন বিগত ১ বছরে ৬১ শতাংশ বেড়েছে। ২০০৬-০৭ অর্থবছরে যেখানে সারা দেশে মোট ২৪ লাখ ৯০ হাজার মেট্রিকটন মাছ উৎপাদিত হয় সেখানে ২০১৬-১৭ অর্থবছরের মাছ উৎপাদিত হয়েছে ৪০ লাখ ১০ হাজার মেট্রিকটন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। খামারগুলোতেও মাছ চাষের আধুনিক পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে বলেই মাছের উৎপান এইভাবে বেড়েছে দাবি মৎস্য অধিদপ্তরের।

বিবিএসের মতে, ২০১৬-১৭ অর্থবছরে মিঠাপানির উৎস থেকে মাছ উৎপাদিত হয়েছে ৩৩ লাখ ২০ হাজার মেট্রিকটন। আর নোনা পানির মাছ উৎপাদিত হয়েছে ৬ লাখ ৯৭ হাজার মেট্রিকটন।

মৎস্য অধিদপ্তরের পরিচালক সৈয়দ আরিফ আযাদ বলেন, আশা করা হচ্ছে ২০২১ সাল নাগাদ দেশে মাছের উৎপাদন ৪২ লাখ মেট্রিকটন ছাড়িয়ে যাবে। মাছের উৎপাদন বৃদ্ধিতে ছোট ছোট খামারগুলোতেও মাছ চাষের আধুনিক পদ্ধতি ছড়িয়ে দেওয়া হবে।

বিবিএস এর তথ্যে দেখা গেছে গত কয়েক বছর ধরেই ৬ শতাংশ হারে মাছের উৎপাদন বাড়ছে। পাঁচ বছর আগে ২০১২-১৩ অর্থবছরে দেশে মাছের উৎপাদন ছিল ৩৩ লাখ ৫০ হাজার মেট্রিকটন। ২০১৩-১৪ অর্থ বছরে মাছের উৎপাদন বেড়ে হয় ৩৫ লাখ ৪০ হাজার মেট্রিকটন। আর ২০১৪-১৫ অর্থবছরের সারা দেশে মাছ উৎপাদিত হয় ৩৭ লাখ মেট্রিকটন মাছ। এর পরের অর্থবছরর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের মাছ উৎপাদন হয় ৩৮ লাখ ৭০ হাজার মেট্রিকটন। আর সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে এই উৎপাদন বেড়ে হয় ৪০ লাখ মেট্রিকটন মাছ।

বিবিএস জানিয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদনও অনেক বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে দেশে ৪ লাখ মেট্রিকটন ইলিশ উৎপাদিত হলেও ২০১৬-১৭ অর্থবছরে ইলিশের উৎপাদন বেড়ে হয়েছে ৫ লাখ মেট্রিকটন।

উল্লেখ, জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থা এফএও এর তথ্য মতে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ। এই তালিকায় বাংলাদেশের আগে আছে চীন, ভারত ও মিয়ানমার।

এদিকে গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই) জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ মাছ চাষে নিরব বিপ্লব সাধিত হয়েছে। গত ৩০ বছরে দেশে চাষ করা মাছের বাজার বেড়েছে ২৫ গুণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist