reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০২৪

গৃহায়ন খাতে তহবিল পাচ্ছে বিএইচবিএফসি

আবাসন নির্মাণে ইসলামি শরিয়াভিত্তিক বিনিয়োগ সহায়তাদানের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার তহবিল পাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) থেকে এ তহবিল পাবে সংস্থাটি। গত ২৯ এপ্রিল সৌদি আরবের রিয়াদে আইএসডিবির বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ সরকার ও আইএসডিবির মধ্যে এ মর্মে এক প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইএসডিবির পক্ষে এর ভাইস প্রেসিডেন্ট ড. মানসুর মুহতার এ চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close