reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের নতুন ডিএমডির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গত বুধবার জনতা ব্যাংক পিএলসির ডিএমডি মো. ফয়েজ আলম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ আলী, ফরিদপুর এরিয়া অফিসের ডিজিএম সৈয়দ আবু জাহিদ, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিনসহ অন্য নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পেশাগত জীবনের বাইরে মো. ফয়েজ আলম একজন সফল লেখকও। একজন উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক, প্রাবন্ধিক ও কবি হিসেবে তিনি খ্যাত। অ্যাডওয়ার্ড সাঈদের বিখ্যাত গ্রন্থ ‘অরিয়েন্টালিজম’ এর অনুবাদক হিসেবেও তার আলাদা খ্যাতি আছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close