reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০২৪

সাইকেল বিতরণ করল এমটিবি ফাউন্ডেশন

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ‘স্বপ্ন সারথি’ নামক সিএসআর কর্মসূচির আওতায় বগুড়া জেলার ছয়টি বিদ্যালয়ের মেধাবী ও সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেছে। ‘স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়’ এ মটোকে সামনে রেখে এ সিএসআর কর্মসূচিটি পরিচালিত হয় যেন শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ভৌগোলিক দূরত্ব কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এ কর্মসূচি এসডিজির ধারা ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবির বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক কুদরত-ই-খোদা মো. সামিউল করিম ও এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রাব্বানী। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close