reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক নারী দিবসে মতবিনিময়

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) বিশ্বাস করে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধিকরণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত রবিবার আইসিএমএলের প্রধান কার্যালয়ে নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীগণের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতকরণের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে নারীদের আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাশীল ভাবে গড়ে তোলা ছিল আলোচনার মূল বিষয়। আত্মপ্রত্যয়ী নারীরা তাদের চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা ও মতামত স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত করেন। আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া, আইসিএমএলের চেয়ারম্যানের সহধর্মিণী, আইসিএমএলের পরিচালনা পর্ষদের সদস্য ফৌজিয়া হক, এফসিএ, আইসিবির মহাব্যবস্থাপক, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইসিএমএলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী, বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close