reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২১

কুষ্টিয়া কৃষি ব্যাংকের সম্মেলন ও পর্যালোচনা সভা

বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২১’ গতকাল অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিকেবি পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত শতভাগ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক। ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সব শহীদকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নারী অগ্রযাত্রার পৃতিকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্যোগময় করোনা মহামারির এ সময়ে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনে কুষ্টিয়া বিভাগের জুন/২০২১-ভিত্তিক সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সার্বিক পর্যালোচনা হয়। তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে সুদবিহীন আমানত বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান। সম্মেলনে মহাব্যবস্থাপক (প্রশাসন) আজিজুল বারী বিশেষ অতিথির বক্তব্য দেন। কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close