নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

বিসিকের অনলাইন মার্কেট উদ্বোধন

কুটির, ক্ষুদ্র, মাঝারিশিল্পসহ (সিএমএসএমই) সব উদ্যোক্তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রির জন্য চালু হয়েছে ‘বিসিক অনলাইন মার্কেট’। এ অনলাইন প্ল্যাটফরম থেকে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিনা মূল্যে প্রদর্শন ও বাজারজাত করতে পারবেন। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘বিসিক অনলাইন মার্কেট (www.bscic-emarket.gov.bd)’ নামে এই ই-কমার্স প্ল্যাটফরম উদ্বোধন করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, শিল্পসচিব জাকিয়া সুলতানা প্রমুখ।

বিসিক চেয়ারম্যান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় উদ্যোক্তাদের জন্য ‘বিসিক অনলাইন মার্কেট’ নামে ই-কমার্স প্ল্যাটফরম তৈরি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close